advertisementsp
advertisement
advertisement.

নিউজিল্যান্ডে বিধ্বস্ত শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ০২:২৮ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
advertisement..

ম্যাচটি ছিল শ্রীলংকার জন্য বাঁচা-মরার। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখার। চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আর একটি দলই সরাসরি জায়গা করে নিতে পারবে। আজ শনিবার থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সব কটিতে জিতলে সেটি লংকানদের হতো। কিন্তু উল্টো বিধ্বস্ত হলো দাসুন শানাকার দল।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলংকা। কিউইদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় সফরকারী দলটি। দলের হয়ে কোনো ব্যাটার ২০ রান করতে পারেননি। সর্বোচ্চ অ্যাঞ্জেলো ম্যাথিউজ। চামিকা করুনারত্নে ১১ ও লাহিরু কুমারা ১০ রান করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পরেননি।

advertisement

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট দখল করেন পেসার হেনরি শিপলে। কিউইদের হয়ে আরও ২টি করে উইকেট পান ড্যারেল মিচেল ও ব্লাইর টিকনার।

অ্কল্যান্ডের ইডেন পার্কে টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের ফিফটি ও অন্য ব্যাটারদের মাঝারিমানের সংগ্রহে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে থামে নিউজিল্যান্ড। অ্যালেন ৪৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন। অভিষিক্ত রচীন রবীন্দ্র ৫২ বলে ৪৯ রান করেন। মিচেলের ব্যাট থেকে আসে ৪৭ রান।

লংকান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান চামিকা করুনারত্নে।