advertisementsp
advertisement
advertisement.

আইপিএলে নিষিদ্ধ হতে পারেন সাকিবরা!

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ০২:৫৭ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ০২:৫৭ পিএম
সাকিব-লিটন-মোস্তাফিজ। ছবি: সংগৃহীত
advertisement..

কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশি ক্রিকেটারদের আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই আইপিএলে যেতে হবে। তবে এমন কথার পর নাকি লড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির বেশ কয়েকটি সংবাদপত্র জানিয়েছে , বিসিসিআইও পাল্টা কড়া অবস্থান নিতে চলেছে।

বিসিসিআই নাকি সাকিব-লিটন-মোস্তাফিজদের ‘ছায়া নিষেধাজ্ঞা’দিতে যাচ্ছে। এবারের আইপিএলে খেলা কথা রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের।

advertisement

এ নিয়ে আনন্দবাজার জানায়, কোনো বোর্ড যদি আইপিএল খেলার জন্যে নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে বা দেরি করে ছাড়ে, তা হলে ভবিষ্যতে সেই দেশের ক্রিকেটারদের হয়তো আইপিএলে খেলতে দেখা যাবে না। অর্থাৎ বিসিবি এভাবে অসহযোগিতা করলে ভবিষ্যতে সাকিবরা আইপিএলে হয়তো কোনো দলই পাবেন না। সেই দেশের ক্রিকেটারদের অগ্রাহ্য করা হবে নিলামের সময়।

আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক এক ওয়েবসাইটে বলেন, ‘আমাদের অভিযোগ করার কোনো জায়গা নেই। কারণ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই বাকি বোর্ডগুলির সঙ্গে সমঝোতা করে। কিন্তু পরের দিকে নির্দিষ্ট কিছু দেশের ক্রিকেটার নেওয়া ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলি সতর্ক হয়ে যাবে। এর আগে তাসকিন আহমেদও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পায়নি। এখন সাকিবদের ক্ষেত্রেও একই জিনিস। যদি তারা ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতেই না চায়, তা হলে নথিভুক্ত করারই দরকার নেই। তবে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ধারণা যে বদলাবে এ ব্যাপারে আমরা নিশ্চিত।’

এদিকে শুধু বাংলাদেশই নয়, শ্রীলংকার ক্ষেত্রেও একই জিনিস দেখা যেতে পারে। এবারের আইপিএলে লংকানদের ৪ ক্রিকেটার রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় প্রথম সপ্তাহে তারা খেলতে পারবেন না। অতীতে ইংল্যান্ড বোর্ডও সে দেশের ক্রিকেটারদের এনওসি দেয়নি।