advertisement
advertisement
advertisement.

যুবলীগ নেতার হাত-পা কেটে নিলো বহিষ্কৃত নেতা!

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩ ০৪:৩৩ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩ ০৫:৫৪ পিএম
বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টুটুল খান
advertisement..

বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টুটুল খানকে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় টুটুল খান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে একই স্থানে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগে রফিকুলের বিরুদ্ধে মামলা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেকাপুলে হামলার এ ঘটনা ঘটে।

advertisement

আহত যুবলীগ নেতা টুটুল খানের ভাই জসিম বলেন, ‘টুটুল খান তার শ্বশুরবাড়ি এলাকায় জরুরি কাজে গেলে পূর্ব শত্রুতার জেরে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে সদ্য বহিস্কার হওয়া ছাত্রলীগ নেতা মো. রফিক ও তার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টুটুলের হাত ও পা বিচ্ছিন্ন করে। হামলার ঘটনার সময় টুটুল একাই ছিলো, আর হামলাকারী রফিকের সঙ্গে ছিল ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে টুটুল ঘটনার বর্ণনা দিতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। পরে জ্ঞান ফিরলে টুটুল কয়েকজন হামলাকারীর নাম উল্লেখ করেছে। হামলাকারীরা হলেন- রফিকুল ইসলাম, মিরাজ গাজী, মিজান গাজী, রাসেল, সুমন, খায়রুল, মাইনুল, সজিব, নাঈম সহ আরও কয়েকজন।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, গত ২৭ অক্টোবর বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে হওয়া সম্মেলনে উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে জেলা নেতৃবৃন্দ। এতে উপজেলা ছাত্রলীগ কমিটিতে রফিকুল ইসলাম সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়াও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানও সভাপতি পদপ্রার্থী ছিলেন। মেহেদী হাসানকে সমর্থন দিয়ে কাজ করছিলেন যুবলীগ নেতা টুটুল। বহিষ্কার হওয়ার পর রফিকের সমর্থকরা বিক্ষোভ মিছিল করলে সংঘর্ষ বাধে আহত টুটুল খানের বড় ভাই জসিম খানের সঙ্গে। এতে রফিকের সমর্থকদের এলোপাতাড়ি হামলায় মাথা ফেটে যায় জসিম খানের।

রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, ‘কে বা কারা এ হামলা করেছেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। বেশ কিছুদিন যাবৎ আমি পারিবারিক কাজে এলাকার বাইরে আছি।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনায় সম্পৃক্ত থাকা সকলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি একই স্থানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগে থানায় মামলা হয় রফিকুল ইসলামের বিরুদ্ধে। এর দুই দিন পরেই কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে রফিকুল ইসলামকে বহিষ্কার করেন। ওই ঘটনার পরেই যুবলীগ নেতাকে কুপিয়ে আবারও আলোচনায় আসেন রফিক।