advertisement
advertisement
advertisement.

গরু লুটের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩ ০৭:৩৫ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ০৭:৪৭ পিএম
জহিরুল ইসলাম জেবিন। ছবি: সংগৃহীত
advertisement..

গরু লুটের মামলায় গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম জেবিন (৩২)। গত বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেবিনকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

 জহিরুল উপজেলার পাঁচাশি গ্রামের আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের সিরাজুল হকের বাড়ি থেকে গরু লুটের অভিযোগে মামলা ছিল। সিরাজুলের স্ত্রী রহিমা খাতুন(৫৫) এ মামলা করেছিলেন। 

advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে পূর্বশত্রুতার জেরে পাঁচাশি গ্রামে সিরাজুল হকের বাড়িতে সশস্ত্র হামলা চালায় প্রতিপক্ষ লাল মিয়া মন্ডলের লোকজন। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। পরে হামলাকারীরা সিরাজুল ইসলামের গোয়ালঘর থেকে চারটি গরু লুট করে নিয়ে যায়।

পুলিশ জানায়, সিরাজুল হকের বাড়ি থেকে লুট হওয়া গরুর মধ্যে একটি গরু গত বুধবার ইউনিয়নের শিবপুর গ্রামের আবু বক্করের বাড়ি থেকে উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে আবু বক্করের স্বীকারোক্তিতে লুটের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জেবিনের জড়িত থাকার কথা উঠে আসে। 

ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, বাড়ি-ঘরে হামলা ও লুটের ওই ঘটনায় সিরাজুল হকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার সঙ্গে জহিরুল ইসলাম জেবিনের জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।