advertisement
advertisement
advertisement.

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

প্রযুক্তি ডেস্ক
২৬ মার্চ ২০২৩ ০৯:০০ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩ ০৯:৪০ এএম
সার্চ দিলেই ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা
advertisement..

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে অনন্য এক দিন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করে।

advertisement

সার্চ দিলেই ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকাসংবলিত দৃষ্টিনন্দন ডুডল দেখতে পাবেন।

আর এর ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’। আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করবে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করল জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন।