সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।
আজ ২৭ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, সোমবার। আজকের দিনটি মেষ রাশির। মেষ রাশিরা শৃঙ্খলা বজায় রাখবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
মেষ রাশির জাতকদের সপ্তাহের প্রথম দিনটি মাঝারি ফলদায়ী হবে। কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কোনও সুসংবাদ পাবেন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে এবং জীবনসঙ্গীর সঙ্গে কোনও নতুন ব্যবসা শুরু করতে পারেন। পরিবারে আজ কোনও সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তবে তা সত্ত্বেও নিজের মস্তিষ্ক শান্ত রাখুন।
আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
কোনো সম্পর্কের কারণে বৃষ রাশির জাতকদের জীবনে বিবাদ চলতে থাকলে তা আজ সমাপ্ত হবে। পড়ুয়ারা ভবিষ্যতের কথা চিন্তা করবেন। ব্যবসায়িক সিদ্ধান্ত আপনার পরিস্থিতি মজবুত করবে। জীবনসঙ্গীর সঙ্গে বাড়ির প্রয়োজনীয় জিনিসের কেনাকাটা করতে পারেন। কাঙ্খিত ফল লাভের ইচ্ছা থাকলে আজ তা-ও পূর্ণ হতে পারে। সন্ধ্যা নাগাদ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন):
মিথুন রাশির জাতকরা আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন। এর ফলে আপনার লাভ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থাকলে সমাধান হতে পারে। ছোট সদস্য বা বাচ্চাদের কিছু সমস্যা সম্ভব। তাই তাদের খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন নিন।
ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
কর্কট রাশির জাতকরা আজ কোনও ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে ও তাদের অভিজ্ঞতা দ্বারা কিছু শিখতে পারেন। এর ফলে ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছবেন। আর্থিক ও পারিবারিক কারণে দুশ্চিন্তায় ভুগতে পারেন। ছাত্রদের পরীক্ষায় সাফল্যের জন্য অধিক একাগ্রতার সঙ্গে পড়াশোন করতে হবে। উৎসাহ ও তাড়াহুড়োয় যে কাজ করবেন, তা ভেস্তে যাবে। তাই সতর্ক হন। সন্ধ্যা নাগাদ ধর্মীয় কাজে রুচি বাড়বে। এ ক্ষেত্রে কিছু ব্যয় সম্ভব।
আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
সিংহ রাশির জাতকরা লেনদেনে সতর্ক হন। কারণ কারও সঙ্গে ব্যবহারে পরিবর্তন দেখা দেবে, যা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে আপনার করে থাকা কাজের বিরোধিতা হবে। শত্রু প্রবল হবে। বুদ্ধিমত্তার প্রয়োগ করে পারিবারিক সমস্যার সমাধান করবেন। বয়স্কদের সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর আপনার সঙ্গ দেবে। ছাত্ররা ভালো ফলাফল পাবেন।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
কন্যা রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিন প্রচুর প্রচেষ্টা ও পরিশ্রম সত্ত্বেও লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। কোনও কাজের জন্য দূরের যাত্রা করতে হতে পারে। মানসিক দুশ্চিন্তার কারণে অবসাদ বজায় থাকবে। পুরনো অসম্পূর্ণ কাজ মেটাতে হবে। প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সন্ধ্যা কাটাবেন। এর ফলে আপনার মানসিক অবসাদ কমবে।
আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
তুলা রাশির জাতকদের চাকরি ও ব্যবসার জন্য আজকের দিনটি ভালো। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। এর ফলে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করবেন এই রাশির জাতক। কাউকে টাকা ধার দেওয়ার কথা চিন্তা করলে তা করবেন না, কারণ এই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। মায়ের স্বাস্থ্যের কারণে দৌড়ঝাপ করতে হবে।
ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিন কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজ পূর্ণ করবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। এর ফলে অতিথি সমাগম হবে। ব্যবসায় সুসংবাদ পাবেন, তাই সেই কাজ করুন যা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু ও আত্মীয়দের কারণে বাড়িতে অবসাদ উৎপন্ন হতে পারে। মায়ের জন্য কোনও উপহার কিনতে পারেন।
আজ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
আজ ধর্মীয় কাজে ধনু রাশির জাতকদের রুচি বাড়বে। কোনো মহান ব্যক্তিত্বের সঙ্গে দেখা হওয়ার ফলে লাভান্বিত হবেন। অধিক দৌড়ঝাপ করতে হবে, এর ফলে চোখে কষ্ট হতে পারে। সময় অনুযায়ী কাজ করে উন্নতি করবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি মজবুত করতে পারবেন। বাচ্চারা নিজের ভবিষ্যতের জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। মায়ের কাছ থেকে আর্থিক লাভ সম্ভব।
ভাগ্য আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
মকর রাশির জাতকরা মানসিকর জটিলতায় জড়িয়ে পড়বেন, যা আপনার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। সন্তানের কারণে চিন্তিত থাকবেন। প্রতিবেশীদের কারণে সমস্যার মুখে পড়তে পারেন। তাই সতর্ক থাকুন এবং নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। দাম্পত্য সুখে বৃদ্ধি হবে। ব্যবসায় নতুন গতি পাবেন। পারিবারিক ব্যবসার জন্য জীবনসঙ্গীর পরামর্শ কার্যকরী হবে। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।
ভাগ্য আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
দিনটি কুম্ভ রাশির জাতকদের জীবনে শুভ পরিণাম নিয়ে আসবে। অপ্রয়োজনীয় আশঙ্কা ও বিবাদের কারণে আপনার অর্থ ও সমস্যার লোকসান হবে। এর ফলে আপনি স্বল্প চিন্তিত হতে পারেন। কর্মক্ষেত্রে লাভের সুযোগ পাবেন এই রাশির জাতক। সন্ধ্যা নাগাদ কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায়ীরা অর্থাভাবের শিকার হবেন। সাবধানে গাড়ি চালান।
৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
মীন রাশির জাতকদের সপ্তাহের প্রথম দিন অধিক পরিশ্রম করতে হবে। তখনই তারা সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসার বোঝা বাড়বে। নির্মাণ কাজের প্রয়োজনীয়তা অনুভব করবেন এই রাশির জাতকরা। পক্ষ ও প্রতিপক্ষের সহযোগিতা লাভ করতে পারবেন। উচ্চাকাঙ্খী পরিকল্পনার সূচনা হবে। এর ফলে আপনার ভবিষ্যৎ মজবুত হবে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাওয়া-দাওয়া করবেন না।
আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।