advertisement
advertisement
advertisement.

আত্মহত্যার আগে লাইভে কান্না অভিনেত্রীর, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
২৭ মার্চ ২০২৩ ১২:০৯ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১২:৫৪ পিএম
ভোজপুরি গান ‘হিলোর মারে’তে নিজের বেলি ড্যান্স স্কিল ফুটিয়ে তোলেন আকাঙ্ক্ষা
advertisement..

আত্মহত্যা করার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি লাইভ করেছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা। সেই লাইভে কান্নায় ভেঙে পড়েন নায়িকা। যদিও আকাঙ্ক্ষা সেই ভিডিও ডিলিট করে দিয়েছিলেন। তবে তার আগেই সেই কান্নার ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

গতকাল রোববার সকালে মাত্র ২৫ বছরেই আত্মহত্যা করেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

advertisement

ভোজপুরী সিনেমার জগতে আকাঙ্ক্ষা বেশ জনপ্রিয়। সম্প্রতি আগামী সিনেমার শুটিংয়ে বেনারস গিয়েছিলেন অভিনেত্রী। শুটের পরে সারনাথ হোটেলে ফেরত যান তিনি। তারপরে আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি।

এরপর সকালে অভিনেত্রীকে ডাকতে যান তার মেকআপ আর্টিস্ট। সাড়া না পেয়ে ভাঙা হয় দরজা। হোটেলের রুম থেকে উদ্ধার হয় নায়িকার ঝুলন্ত দেহ। তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত।

এই আচমকা মৃত্যুর নেপথ্যে কী কারণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী।

এদিকে, আত্মহত্যা করার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি লাইভ করেছিলেন আকাঙ্ক্ষা। সেই লাইভেই কান্নায় ভেঙে পড়েন তিনি। যদিও আকাঙ্ক্ষা সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন। তবে তা ভাইরাল হয়ে যায়।

এ ভিডিও’র কয়েক ঘণ্টা আগে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন আকাঙ্ক্ষা। ভোজপুরি গান ‘হিলোর মারে’তে নিজের বেলি ড্যান্সিং স্কিল ফুটিয়ে তোলেন সেই ভিডিওতে। নীল জিন্সের সঙ্গে কালো ক্রপ টপ পরে আয়নার সামনে নাচতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: হোটেলকক্ষে অভিনেত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

আকাঙ্ক্ষার মৃত্যুর মর্মান্তিক খবরটি উঠে আসে তার মিউজিক ভিডিও ‘ইয়ে আরা কভি হারা নাহি’ মুক্তির দিনেই। তাকে আর পাওয়ার স্টার পবন সিংকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অনুরাগীরা। শনিবার একটি পোস্ট শেয়ার করে ভক্তদের মুক্তির তারিখ ও সময়ও মনে করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা।

ব্যক্তিগত জীবনে সম্প্রতি কো-স্টার সমর সিং-এর সঙ্গে সম্পর্ক অফিসিয়ালি ঘোষণা করেন আকাঙ্ক্ষা। ২০২৩ সালের ভ্যালেন্টাইনস ডে-তে একটি পোস্ট শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে তারা ডেট করছেন।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর সামনে আসার পর একটি পোস্ট করে সমর সিং জানিয়েছেন, তিনি মর্মাহত।

প্রসঙ্গত, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রিম গার্ল এই ডিভা মির্জাপুরের বিন্ধ্যাচলের বাসিন্দা। পরে মা-বাবার সঙ্গে মুম্বাই চলে যান তিনি। বাবা-মা যখন চেয়েছিলেন মেয়ে আইপিএস হোক, তখন রুপালি পর্দায় নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নেন আকাঙ্ক্ষা।

‘মেরি জং মেরা ফয়সলা’ নামের একটি সিনেমাতে অভিনয়ের পর ‘মুঝসে শাদি করোগি’ (ভোজপুরী), ‘বীরোং কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পইদা করতে কেআই টু’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অল্প বয়সেই নিজের জন্য জায়গা করে নিয়েছিলেন এই তারকা। সূত্র: জিনিউজ