advertisement
advertisement
advertisement.

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
২৭ মার্চ ২০২৩ ০১:১৯ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ০২:৫৯ পিএম
আদালতে শাকিব খান
advertisement..

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

advertisement

আরও পড়ুন: প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা, সমন জারি

এর আগে, গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে হত্যার হুমকি ও চাঁদাদাবির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন শাকিব খান। এরপর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান তিনি। তবে সেদিন মামলা দায়েরের সময় অতিবাহিত হওয়ায় মামলা করতে পারেননি শাকিব খান।

এ ছাড়া এর আগেও একাধিকবার প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে যান এই চিত্রনায়ক। তবে থানা মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।