advertisement
advertisement
advertisement.

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণ, নিহত ২

অনলাইন ডেস্ক
২৭ মার্চ ২০২৩ ০৪:২২ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ০৫:৪৭ পিএম
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।
advertisement..

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আজ সোমবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। কাবুলে অবস্থিত ইতালিয়ান এনজিও এক হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

ইতালিয় ওই এনজিওর পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কাছে কিছু রোগী এসেছে। এক টুইট বার্তায় এনজিওটি আহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানিয়েছে।

advertisement

ঘটনার প্রত্যক্ষদর্শী দুইজন বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তারা ভারী সুরক্ষিত এলাকার কাছে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। যেখানে বেশ কয়েকটি সরকারি ভবন এবং বিদেশি দূতাবাসের আবাসস্থল।

তবে এ নিয়ে আফগান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এ ছাড়া এই বিস্ফোরণের কারণও এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি মাসের কাবুল এবং বিভিন্ন শহুরে এলাকায় বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে অনেক হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল।

আরও পড়ুন: দুর্দশায় আফগানরা, চা-বিস্কুট খেয়ে রাখছেন রোজা