রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ সোমবার ডিএনসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে তাদেরকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়ের আতিকুল ইসলাম।
আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
আজ সোমবার সকালে সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।
এদিকে, রোববার রাত ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত চারজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:জয়কালী মন্দির সুইপার কলোনিতে আগুন, হানিফ ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত