রমজানের ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) ইফতার ও আলোচনা সভা। আজ রোববার মালয়েশিয়ার সেলাঙ্গরের সুবাং জায়ায় সানওয়ে জিইও এভিনিউর স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি নিসার কাদের।
সংগঠনটির এক্সকিউটিভ কমিটি মেম্বর জাফর ফিরোজের অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানটিতে বক্তব্য দেন এমবিএফএর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. সাদেকুর রহমান ও কোষাধ্যক্ষ আওয়াল হোসাইন রাজনসহ উপস্থিত বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিগত ৫২ বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করে বক্তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখনো অনেক কাজ করতে হবে বলে উল্লেখ করেন। রমজানের শিক্ষা নিয়ে সবাইকে বাংলাদেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যা মালয়েশিয়ার রেজিস্ট্রার অব সোসাইটিজের (আরওএস) অধীনে নিবন্ধিত। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই সংগঠনটির মূল উদ্দেশ্য। এছাড়া বাংলাদেশকে ব্র্যান্ডিং, মালয়েশিয়ান ও বাংলাদেশিদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি এবং পারস্পরিক বিশ্বাস ও সম্মান জোরদার করার পাশাপাশি বন্ধুত্ব ও শিক্ষার ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে সংগঠনটির।