advertisement
advertisement
advertisement.

ত্বকের যত্নে আমলকির নতুন সানস্ক্রিন

লাইফস্টাইল ডেস্ক
২৮ মার্চ ২০২৩ ০১:৫৩ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ০২:০৫ পিএম
আমলকি ইনটেন্সিভ স্কিন ব্যারিয়ার
advertisement..

নতুন ও জনপ্রিয় স্ক্রিন কেয়ার ব্রান্ড আমলকি বাজারে এনেছে নতুন ধরণের সানস্ক্রিম ‘আমলকি ইনটেন্সিভ স্কিন ব্যারিয়ার’। এই ‘আমলকি ইনটেন্সিভ স্কিন ব্যারিয়ার’ সানস্ক্রিন ত্বকের আদ্রতা ধরে রেখে ত্বককে করে সজীব ও প্রাণবন্ত। একই সঙ্গে ত্বকের টানটান ভাব ধরে রেখে ত্বকে প্রচুর এন্টি অক্সিডেন্ট জোগায় যা ত্বককে নানা ক্ষতিকর দিক থেকে নিরাপদ রাখে।   

নানা গবেষণা এবং বাংলাদেশের বিভিন্ন বয়সীদের স্কিনের যত্নে এই সানস্ক্রিন খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আমলকি ব্রান্ডের সিইও ও হার্বালিষ্ট নন্দিতা শারমিন।

advertisement

আমলকি ইনটেন্সিভ স্কিন ব্যারিয়ার’ এর কার্যকারিতা সম্পর্কে নন্দিতা শারমিন বলেন, এই সানস্ক্রিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক কে সুরক্ষিত করে ত্বকের কোলা জেন কে ধরে রাখে। পাশাপাশি মেসতাকে কন্ট্রোল করে ত্বকের সুরক্ষিত রক্ষা করার জন্য ২৪ ঘণ্টা কাজ করে।

জনপ্রিয় হার্বালিষ্ট নন্দিতা শারমিন দেশে ও দেশের বাইরে হারবাল পন্য নিয়ে পড়াশোনা ও যাচাই বাছাই করে নিজের হাতে পণ্যর গুণগত মান চূড়ান্ত করেন। তাই এগুলো সব বয়সীদের স্কিনের জন্য অত্যান্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আমলকির পণ্য সর্বদাই প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি যা ত্বককে যেকোনো ধরণের পার্শপ্রতিক্রিয়া থেকে সুরক্ষা দেয়।তাই নিশ্চিন্তে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

পণ্যগুলি পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন মেগাশপ, অনলাইন শপে। এছাড়া সরাসরি আমলিকের ফেসবুক পেজে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে এর প্রতিটি পণ্য। আমলকির ফেসবুক পেজ: https://www.facebook.com/amlaki786