ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে রাশিয়ার ছোড়া ১৫টি ড্রোনের মধ্যে ১৪ টি ড্রোন ভূপাতিত করেছে। আজ মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
এর আগে কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ভবনে আগুন লেগেছে।
সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো বলেন, সোভিয়াটোশিনস্কি জেলায় মানবহীন আকাশযান থেকে ধ্বংসাবশেষ পড়ার কারণে এক অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
ইউক্রেনের এই দাবি সিএনএনের পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৯৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
আরও পড়ুন: যুদ্ধের ভয়াবহতা বাড়ছে, ইউক্রেনকে যে ট্যাংক পাঠাল জার্মানি