মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের এক অভিবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
কর্তৃপক্ষ বলছে, শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে নিয়ে যাওয়ার পর মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) কার্যালয়ে আগুন লাগে।
তবে ঠিক কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা কর্তৃপক্ষ জানায়নি। এছাড়া হতাহতদের পরিচয়ও এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
বিবৃতির জন্য সিএনএন মেক্সিকোর অভিবাসন কেন্দ্রে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন: টালমাটাল ইসরায়েল, চাপে নেতানিয়াহু