advertisement
advertisement
advertisement.

মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৩৭

অনলাইন ডেস্ক
২৮ মার্চ ২০২৩ ০৪:৩৭ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ০৫:২৮ পিএম
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
advertisement..

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের এক অভিবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।   

কর্তৃপক্ষ বলছে, শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে নিয়ে যাওয়ার পর মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) কার্যালয়ে আগুন লাগে।

advertisement

তবে ঠিক কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা কর্তৃপক্ষ জানায়নি। এছাড়া হতাহতদের পরিচয়ও এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

বিবৃতির জন্য সিএনএন মেক্সিকোর অভিবাসন কেন্দ্রে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: টালমাটাল ইসরায়েল, চাপে নেতানিয়াহু