advertisement
advertisement
advertisement.

স্কটল্যান্ডের প্রথম মুসলিম নেতা কে এই হামজা ইউসুফ

অনলাইন ডেস্ক
২৮ মার্চ ২০২৩ ০৫:৩৫ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ০৮:৩৮ পিএম
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন ইউসুফ
advertisement..

স্কটল্যান্ডের প্রথম মুসলিম নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী হামজা ইউসুফ। তিনি এখন স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-এর ফার্স্ট মিনিস্টার বা দলীয় প্রধান।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইউরোপের কোনো দেশের নেতৃত্বে ইউসুফই হতে যাচ্ছেন প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নেতা। তিনি নিকোলা স্টার্জনের স্থলাভিষিক্ত হয়েছেন।

advertisement

রয়টার্স বলছে, নিকোলার আমলে এসএনপির বিভাজন গভীর হলে দলীয় প্রধান নির্বাচনে ব্যাপক প্রচারণা শুরু করেছিলেন ইউসুফ। সব শঙ্কা দূর করে অবশেষে গতকাল সোমবার নমিনাল ভোটে জয়ী হয়ে এসএনপির দলীয় নেতা নির্বাচিত হন হামজা ইউসুফ। বিজয়ের পরেই ভাষণে ইউসুফ বলেছেন, তিনি স্কটল্যান্ডের জন্য স্বাধীনতা আনবেন।

বিজয়ের পর সমর্থকদের উল্লাস

তরুণ এ মুসলিম নেতা স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্মগ্রহণ করেন। গ্লাসগোর এক প্রাইভেট স্কুলে পড়তেন এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইউসুফের বাবা পাকিস্তানে জন্ম নেন। ১৯৬০ এর দশকে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। অন্যদিকে ইউসুফের মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১০ সালে এসএনপি-এর সাবেক কর্মী গেইল লিথগো বিয়ে করেছিলেন ইউসুফ। কিন্তু সাত বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালে নাদিয়া এল-নাকলাকে বিয়ে করে ইউসুফ।

২০১১ সালে শপথ নেওয়ার সময় হামজা ইউসুফ (মাঝে)

 

২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হন। তবে এর আগে তিনি কলসেন্টারে কাজ করতেন এবং পরবর্তীতে এমএসপি'র সহযোগী হন। ২০১১ সালে পার্লামেন্টের সদস্য হিসেবে তিনি উর্দু ও ইংরেজি ভাষায় শপথ নেন।

এর পরের বছর ২০১২ সালে ইউসুফ স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এ ছাড়া ২০১৮ সালে বিচার বিষয়ক সচিব (সেক্রেটারি ফর জাস্টিস) হয়ে মন্ত্রিসভায় যোগ দেন ইউসুফ। পরবর্তীতে ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন তিনি।

আরও পড়ুন: মিয়ানমার সেনাপ্রধানের হুঁশিয়ার বার্তা