advertisement
advertisement
advertisement.

সাগরে ১০ বস্তা ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩ ০৫:৩৯ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ০৫:৩৯ পিএম
জব্দ করা ইয়াবাসহ বাংলাদেশ কোস্টগার্ড। ছবি: আমাদের সময়
advertisement..

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বোট থেকে ফেলে দেওয়া ১০ বস্তা ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কোস্টগার্ডের বিসিজি স্টেশন বঙ্গোপসাগরের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন মিয়ানমার থেকে একটি কাঠের বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়।

advertisement

আরও পড়ুন:  ইয়াবা পাচার মামলায় একজনের যাবজ্জীবন

এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করলে পাচারকারীরা বোট থেকে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানায় চলে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা পানি থেকে ১০ বস্তা ইয়াবা উদ্ধার করে। বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ হওয়া ইয়াবাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: ৫ কেজি গাঁজাসহ দুই কিশোর গ্রেপ্তার

আরও পড়ুন: রাজধানীতে বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২