কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করা যায়নি।
নিহতরা হলেন, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জাহিদ হোসেন (২৩), একই ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ আকবর (২১) ও উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর কবির (২৪)।
স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিন এ পাহাড় কাটা হচ্ছে। রাত হলে অনেক রোহিঙ্গা শ্রমিক পাহাড় কাটার কাজ করে। এসব কাজে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে ভিলেজার ও হেডম্যান। ইতোপূর্বে এই জায়গায় হতাহতের ঘটনা ঘটে ছিল। সেটি ধামাচাপা দেওয়া হয়। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় টুনা মিস্ত্রি এবং নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনার অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনের মৃতদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করে।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।