advertisement
advertisement
advertisement.

জবি শিক্ষক সমিতির আল্টিমেটাম

জবি প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩ ০৪:৩৫ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ০৮:২৩ পিএম
সাধারণ সভায় শিক্ষক সমিতির নেতারা। ছবি: আমাদের সময়
advertisement..

গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে ২ এপ্রিলের মধ্যে কমিটি গঠন ও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অন্যথায় দাবি আদায়ে ৩ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি পালনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষক নেতারা।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে উপাচার্য বরাবর লিখিত দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

advertisement

লিখিত দাবিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসহ অনেক বিশ্ববিদ্যালয়ই ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। এ অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান শিক্ষকরা।

লিখিত দাবিতে শিক্ষকরা আরও বলেন, ২ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ না করলে ৩ এপ্রিল থেকে দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।

আরও পড়ুন: গুচ্ছ পদ্ধতিতে না থাকার সিদ্ধান্তে অটুট জবি