advertisement
advertisement
advertisement.

শ্রীপুরে ছাদে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩ ১১:৩৭ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩ ০২:২৩ পিএম
দুর্ঘটনাকবলিত কারখানার সামনে উৎসুক জনতার ভিড়। ছবি: আমাদের সময়
advertisement..

গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনের চারতলার ছাদে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার কেওয়া পূর্ব খণ্ড এলাকার স্কাইনিস পাওয়ার কোম্পানি নামক কারখানায় এ ঘটনা ঘটে।

advertisement

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই এলাকার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার মনোয়ার হোসেন (২৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই কারখানার নির্মাণাধীন বহুতল ভবনে চারতলার ছাদে কাজ চলছিল। শ্রমিকরা লম্বা রশি বেঁধে ছাদে রড তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হয়। এতে ওই বিদ্যুৎ লাইনে দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করতে গেলে বেশ কয়েকজন আহত হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইব্রাহিম খান বলেন, কারখানায় তার অধীনে ৬০ জন শ্রমিক কাজ করছে। বৃহস্পতিবার সকালে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পাওয়া মাত্রই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শ্রীপুর থানার উপপরিদর্শক ফোরকান মিয়া জানান, ঘটনাস্থলে এসে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।