advertisement
advertisement
advertisement.

সাংবাদিক আটক ও মামলার ঘটনায় জাসদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৩ ০১:২৯ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩ ০১:২৯ পিএম
বাংলাদেশ জাসদ লোগো
advertisement..

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং শামসুজ্জামানকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।

আজ বৃহস্পতিবার জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

advertisement

নেতারা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নকালেই এদেশের সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী, আইনজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার গুণীজনরা আইনটির সংশোধনের জন্য দাবি তুলেছিলেন। সাংবাদিক ও সাধারণ জনগণের স্বাধীন মত প্রকাশের মুক্ত সুযোগকে গলাটিপে ধরার জন্যই এই আইন করা হচ্ছে বলে সচেতন মহল আশঙ্কা প্রকাশ করেছিলেন। ইতোমধ্যেই আমরা লক্ষ্য করছি সরকার সেই আশঙ্কাকে সত্যে পরিণত করে ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করেছে।’

আমরা এই ধরনের অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ শামসুজ্জামানের মুক্তি দাবি করেন নেতারা।

আরও পড়ুন
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
আদালতের হাজতখানায় সাংবাদিক শামসুজ্জামান