advertisement
advertisement
advertisement.

আজকের রাশিফল: আইনি বিবাদে সাফল্য লাভ করবেন

লাইফস্টাইল ডেস্ক
১৫ মে ২০২৩ ০৯:৫০ এএম | আপডেট: ১৫ মে ২০২৩ ০৯:৫০ এএম
প্রতীকী ছবি
advertisement..

সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?

advertisement

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
মেষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর ফলে সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। আপনার যশ-খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। সন্তানের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ ভাবে সম্মানিত হতে পারেন। ভৌতিক উন্নতির যোগ রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের সন্ধ্যার মধ্যে কোনও বিশেষ চুক্তি সম্পাদন হতে পারে। যা আপনার ব্যবসাকে উচ্চতায় নিয়ে যাবে।

আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
বৃষ রাশির ব্যবসায়ী জাতকরা নতুন পরিকল্পনায় মনোনিবেশ করবেন। কোনও স্থানের যাত্রা আপনারে মানসিক শান্তি প্রদান করবে। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সাহায্য লাভ করবেন। আইনি বিবাদে আপনারাই সাফল্য লাভ করবেন। ছাত্রের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য শিক্ষকদের সাহায্য প্রয়োজন হবে। সন্ধ্যা পর্যন্ত একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
মিথুন রাশির জাতকরা ব্যবসায়িক কাজ পূরণে সময় ব্যয় করবেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকরিজীবীরা আজ নিজের পছন্দের কাজ করবেন। অধিকাংশ কাজে পরিজনদের সহযোগিতা লাভ করবেন। তারা আপনার পাশে থাকবেন। পরিবারের কোনও বিশেষ কাজের দায়িত্ব আপনার হাতে আসবে। পরিশ্রম করে সময়ের মধ্যে সেই কাজ পূর্ণ করবেন।

ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
কর্কট রাশির জাতকদের অফিসে চিন্তাভাবনা অনুযায়ী পরিবেশ গড়ে উঠবে। এতে সহকর্মীদের সাহায্য লাভ করবেন। শত্রু আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আজ যে কাজ করবেন, ভবিষ্যতে তার দ্বারা লাভ হবে। ব্যবসার অসম্পূর্ণ কাজ পূর্ণ করার জন্য পরিকল্পনা তৈরি করবেন। আলস্য ত্যাগ করলে কাজ সম্পন্ন করতে পারবেন। জীবনসঙ্গী আপনার পাশে থাকবে। প্রেম জীবনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
সিংহ রাশির জাতকরা ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করতে ব্যস্ত থাকবেন। অধিক দৌড়ঝাপ করতে হবে, এর ফলে সন্ধ্যা নাগাদ ক্লান্তি অনুভব করবেন। ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করবেন। এর ফলে জীবনসঙ্গী আনন্দিত থাকবে। কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। রাতের বেলা কিছু বিশেষ বিষয়ে মা-বাবার সঙ্গে আলোচনা করবেন।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
আজ কন্যা রাশির জাতকরা পরিবারের শুভ অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। বন্ধুকে ভেবেচিন্তে ঋণ দেবেন, কারণ তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। সংযমী ও সতর্ক হন। তা না হলে আশপাশের লোকেদের সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
তুলা রাশির জাতকদের কাজ ও ব্যবসা সংক্রান্ত সমস্ত বিবাদের সমাধান হবে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় হতাশ হবেন। সন্তানকে সামাজিক কাজ করতে দেখে মন সন্তুষ্ট হবে। দীর্ঘদিনের পারিবারিক অবসাদ আপনার দুশ্চিন্তা বাড়াবে। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ভালো। আর্থিক কারণে কম চিন্তিত থাকবেন, কারণ আপনারা আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে পরিজনদের সমস্ত চাহিদা পূরণ করবেন। পরিবারে সুখ, শান্তি ও স্থায়িত্ব থাকবে। চাকরি ও ব্যবসায় নতুনত্ব আনলে পরবর্তীকালে এর দ্বারা লাভবান হবেন। সন্ধ্যায় পরিজনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

আজ ৯৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

​ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতকরা আজ কোনও কাছের মানুষের জন্য টাকা জোগাড় করতে পারেন। ব্যবসায় ঝুঁকি নিলে লাভ হবে। ব্যবসায় নতুন সুযোগ পাবেন, তবে তা আপনাকেই চিহ্নিত করতে হবে। দৈনন্দিন কাজ ছাড়াও আজ নতুন কিছু করবেন। এর দ্বারা লাভবান হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।

ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
মকর রাশির জাতকরা অংশীদারীর ব্যবসা করলে, তাতে ভালো মুনাফা লাভ করবেন। একাধিক কাজ হাতে নিলে আপনার মন বিভ্রান্ত হতে পারে। বাড়ির প্রতিদিনের কাজ পূরণ করার সুবর্ণ সুযোগ পাবেন। ছেলে-মেয়ের বিবাহ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারণ কোনও রোগ তাকে চিন্তিত করতে পারে।

ভাগ্য আজ ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

​কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
​কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কারণ দীর্ঘদিনের ক্লান্তি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিন ভালো। লাভের নতুন সুযোগ পাবেন, তাই হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি কাজ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ছাত্রছাত্রীরা বিদেশ গিয়ে পড়ালেখার সুযোগ পাবেন। সন্তানের বিবাহে আগত বাধা দূর হবে। সামাজিক জীবনে জনপ্রিয়তা অর্জন করবেন।

৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
মীন রাশির অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। ব্যবসায় ঝুঁকি নিয়ে কোনও পরিকল্পনা তৈরি করতে পারেন, কারণ এর দ্বারা ভবিষ্যতে অত্যধিক লাভ হবে। অসহায় ব্যক্তির সাহায্য করুন। বুদ্ধি প্রয়োগ করে সমস্ত কিছু লাভ করতে পারেন। মধুর ও মৃদু ব্যবহারের সাহায্যে সন্ধ্যার মধ্যে পরিবারের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। ভাইদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।