প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ফ্যাশন ডিজাইনারদের অংশগ্রহণে ফ্যাশন রানওয়ের প্রথম মৌসুম গড়িয়েছে চূড়ান্ত পর্বে। প্রথম তিন রাউন্ডের পর দুটি ক্যাটাগরি থেকে মোট ২১ জন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি আইইউবিএটি ইউনিভার্সিটির ওপেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত তৃতীয় এলিমিনেশন রাউন্ডে ৩৫ জন একাডেমিক ও ১৫ জন নন-একাডেমিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা এই রাউন্ডে খাদি, জামদানি, সিল্ক, টাঙ্গাইল তাঁত, বেনারসি, উপজাতি বয়ন, রিসাইকেল এবং পরিবেশবান্ধব বিভাগে তাদের কালেকশন প্রদর্শন করেন।
এলিমিনেশন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ সাইফুর রহমান, ফায়কুজ্জামান বাদশাহ, মাহামুদা বেগম, রাকিব বাবু এবং রবিভুষণ। ফ্যাশন রানওয়ের সিজন ১–এর তিন পর্বেই প্রতিযোগীদের বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে এবং ফাইনাল রাউন্ডের জন্য ৭ দিনের গ্রুমিং সেশন থাকছে যাতে অংশ নিবে দেশ ও বিদেশের ফ্যাশন ডিজাইনার ও এক্সপার্টরা। সেরা ডিজাইনারদের জন্য থাকছে অর্থ পুরস্কার ও সম্মননা। দুই ক্যাটাগরি থেকে দুজন চ্যাম্পিয়ান নির্বাচন করা হবে।
ফ্যাশন রানওয়ে সিজন ১–এর আয়োজক ও ক্রাফটস অ্যান্ড ক্রিয়েটিভ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা জালাল সৌরভ জানান, দেশের তরুণ ও মেধাবী ফ্যাশন ডিজাইনারদের আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি এবং দেশীয় ফ্যাশন শিল্পের মান উন্নয়নের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বাটারফ্লাই রেফ্রিজারেটর বহরে যুক্ত হলো হিটাচি ফ্রিজ