advertisement
advertisement
advertisement.

ইঞ্জিন বিকল হয়ে ১৪ জেলে নিয়ে সাগরে ভাসছে ট্রলার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
২১ মে ২০২৩ ০৭:৪৩ পিএম | আপডেট: ২১ মে ২০২৩ ০৭:৪৩ পিএম
সাগরে ভাসছে ট্রলার। ছবি: সংগৃহীত
advertisement..

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায় বরগুনার পাথরঘাটার ছগির হোসেনের মালিকানাধীন ট্রলার এফবি মারিয়ার। গত ৪ দিন ধরে ১৪ জেলেসহ ওই ট্রলারটি ভাসছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। অবশেষে উদ্ধার অভিযানে মালিক সমিতির পক্ষ থেকে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে দশটায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

ট্রলারের মালিক ও মাঝি ছগির হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ১৫ মে দুপুরে পাঁচদিনের বাজার সদাই করে ১৪ জন মাঝি নিয়ে সাগরে রওনা দেয় এফবি মারিয়া নামের ট্রলারটি। ৬৫ দিনের মৎস্য অবরোধের আগেই ঘাটে আসার কথা ছিল। কিন্তু ১৮মে ইঞ্জিনে পানি ডুকে বিকল হয়ে যায় ট্রলারটি। সেই থেকেই সাগরে ভাসতে ট্রলারটি।

advertisement

তিনি আরও জানান, আজ সকাল দশটায় ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে মালিক সমিতিকে বিষয়টি জানান ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান জানান, সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা হয়েছি। ট্রলারের সকল মাঝি নিরাপদ আছেন।