advertisement
advertisement
advertisement.

প্রকাশের আগেই ছেলের ফলাফল ফেসবুকে জানিয়ে যা লিখলেন চবি কর্মকর্তা

চবি প্রতিনিধি
২২ মে ২০২৩ ১১:২৫ এএম | আপডেট: ২২ মে ২০২৩ ০১:১৮ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
advertisement..

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ছেলের ভালো ফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ছেলের চান্স পাওয়ার বিষয়টি জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী। তিনি চবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের মার্কশিট শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক।

advertisement

ফেসবুক পোস্টে এই কর্মকর্তা লেখেন, ‘আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় এক হাজার ৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।’

তবে বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যেই পোস্টটি সরিয়ে ফেলেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। এ বিষয়ে জানতে চাইলে চবির এই কর্মকর্তা দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমি একজন সামান্য চাকুরে। আমার এত উপরিমহলে যোগাযোগ নেই যে আমি চাইলেই রেজাল্ট জানতে পারব।’

এই বিশ্ববিদ্যালয়ে নিয়মের বাইরে কিছুই হয় না জানিয়ে মোহাম্মদ সোহরাওয়ার্দী আরও বলেন, ‘আমার ছেলে ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পেরে আমাকে জানায়। তার বন্ধুরাও ফলাফলের কথা বলেছিল। তাই আমি পোস্টটি দিয়েছিলাম।’

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

ওয়েবসাইট ছাড়া অন্য কোনোভাবে রেজাল্ট জানা সম্ভব নয় বলেই জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘এখনো কোনো ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়নি। তিনি কই থেকে, কীভাবে তিনি ফলাফল জেনেছেন, আমার জানা নেই।’

ড. খাইরুল ইসলাম আরও বলেন, ‘ওয়েবসাইটের দায়িত্বরত ব্যক্তিবর্গের বাইরে কেউ রেজাল্ট জানতে পারে না। দায়িত্বরতরা সবসময় ব্যস্ত থাকেন। তাদের পক্ষে বাইরে জানানো সম্ভব না।’

জানতে চাইলে ‘এ’ ইউনিটের সহ-সমন্বয়ক ড. রাশেদ মোস্তফা বলেন, ‘এ’ ইউনিটে পাশের হার ৪৫ দশমিক ২২ শতাংশ। তিনি বলেন, ‘আমরা এখনো সব কাজ শেষ করতে পারিনি। আজকে ১২টার দিকে ফলাফল প্রকাশ হতে পারে।’