এক সময় কলকাতার বাংলা টেলিভিশনে অনেক কাজ করেছেন অদ্রিজা রায়। এখন হিন্দি সিরিয়ালে নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি আলোচনায় এলেন বিকিনি পরে উত্তাপ ছড়ানোর কারণে।
‘মৌ এর বাড়ি’র পর্ব শেষ করে মুম্বাই পাড়ি দিয়েছিলেন অদ্রিজা রায়। সেখানে এখন তিনি ‘দুর্গা অউর চারু’ সিরিয়ালের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
অভিনয়ের বাইরে এবার সৈকতে বিকিনি পরে উষ্ণতা ছড়ালেন অদ্রিজা। টেলি-অভিনেত্রীর বিকিনি পরা ছবি দেখে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। কখনো কালো বিকিকিনিতে, আবার কখনো বা আকাশি রঙের বিকিনিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অদ্রিজা।
চোখে রোদচশমা। অদ্রিজার এমন রূপ দেখে রাতের ঘুম ছুটেছে অনুরাগীদের। তাদের প্রশ্ন, কার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী?
কিছুদিন আগেই সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির সঙ্গে ফটোশুট সেরেছেন অভিনেত্রী। অবশ্য সৈকতে উষ্ণতা ছড়ানো এই ছবিগুলো তার থেকে কোনো অংশে কম নয়।