advertisement
advertisement
advertisement.

‘কপিলা’ হয়ে আসছেন মানসী প্রকৃতি

বিনোদন প্রতিবেদক
২৩ মে ২০২৩ ০৯:৫৪ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩ ০৯:৫৪ পিএম
অভিনেত্রী মানসী প্রকৃতি
advertisement..

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী এ উপন্যাস নিয়ে তৈরি হয়েছে একাধিক ছবি ও নাটক। এবার উপন্যাসটি অবলম্বনে তৈরি হচ্ছে টেলিফিল্ম, নাম ‘কুবের মাঝি’।

‘কুবের মাঝি’ কপিলা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। টেলিফিল্মটির নাম ভূমিকায় অর্থাৎ ‘কুবের মাঝি’ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শিপন মিত্র।

advertisement

সম্প্রতি ভোলার বিভিন্ন লোকেশনে টেলিছবিটির প্রথম ধাপের তিন দিনের চিত্রায়ণ হয়েছে। অচিরেই দ্বিতীয় ধাপের চিত্রায়ণ শুরু হবে। আসছে ঈদে টেলিফিল্মটি বৈশাখী টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

‘কপিলা’ চরিত্র প্রসঙ্গে প্রকৃতি বলেন, ‘উপন্যাসটি আমার খুব পছন্দের। এ উপন্যাস পড়ার পর গল্পের প্রতি একটা টান ছিল। যখন জানতে পারি আমি কপিলা চরিত্রে অভিনয় করছি আরও এক্সাইটেড ছিলাম। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। ভয় ছিল কাজটি ঠিক মতো করতে পারব কি না। রুপাদির (রুপা গাঙ্গুলি, গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতে ‘কপিলা’ চরিত্রে অভিনয় করা) কাজটি বেশ মনোযোগ দিয়ে দেখেছি। সবকিছু মিলিয়ে বেশ প্রস্তুতি নিয়ে কাজটি করতে হয়েছে। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি করছি।’

তিনি বলেন, ‘আমি সাঁতার জানি না, তারপরও বড় একটি নদীতে নামতে হয়েছিল। ২ ঘণ্টারও বেশি সময় পানিতে ভিজে একটি সিন করতে হয়। এতে আমার জ্বর ও ঠাণ্ডা লেগে যায়। তবুও কাজে বিন্দু পরিমাণ ছাড় দিইনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা সিনে এক পর্যায়ে নৌকা থেকে পানিতে লাফ দিতে হবে। সিনটা ছিল ডুবে যাওয়ার। আমি নৌকা থেকে লাফ দিয়ে ডুবে যাচ্ছি তা দেখে এক জেলে ছুটে আসে আমাকে বাঁচাতে। তিনি ভেবেছিলেন সত্যি সত্যি আমি ডুবে যাচ্ছি। কাজটি করতে গিয়ে এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে।’

টেলিফিল্মটিতে ‘মালা’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল, ‘ললিতা’ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিতা দত্ত। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, কাকা মাসুদসহ আরও অনেকে।