স্প্যানিশ লিগে এখন বর্ণবাদ নিয়ে তুমুল আলোচনা। এই আলোচনার কেন্দ্রবিন্দু রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। একের পর এক বর্ণবাদের শিকার এই ব্রাজিলিয়ানের সঙ্গে সবশেষ ম্যাচে বড় ঘটনা ঘটে যায়। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। এবার রিয়ালের পরের ম্যাচে কিক অফের আগেই বর্ণবাদ র্নিমূলে বার্তা দেওয়া হলো।
ম্যাচ না খেলেও প্রবলভাবে থাকলেন ভিনিসিয়ুস। সতীর্থরা তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতে সবাই মাঠে ঢুকলেন পিঠে ‘ভিনি’ লেখা জার্সি গায়ে। সমর্থকরাও পোস্টারে, ব্যানারে ফুটিয়ে তুলল বারবার বর্ণবাদী আচরণের শিকার হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাশে থাকার বার্তা। এমন ভিন্ন আবহের ম্যাচে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ২-১ গোলে জিতল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় এই জয়ে দলের হয়ে জালের দেখা পান করিম বেনজেমা ও রদ্রিগো।
আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ড প্রত্যাহারে বিস্মিত জাভি
ভালেন্সিয়ার বিপক্ষে আগের ম্যাচের লাল কার্ড প্রত্যাহার করে নেওয়া হলেও ভিনিসিয়ুসকে বেঞ্চে রেখে একাদশ সাজান রিয়াল কোচ। এমনকি হালকা চোট থাকায় তাকে বদলি তালিকাতেও রাখেননি আনচেলত্তি। সতীর্থদের সঙ্গে কিক অফের আগে অবশ্য মাঠে এসেছিলেন তিনি। সমর্থকদের করতালির জবাব দিয়ে চলে যান ড্রেসিংরুমের দিকে।
সাদামাটা শুরু করা রিয়াল ৩১তম মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকেই গোল তুলে নেয়। ফেদে ভালভেরদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শট নেন বেনজেমা। জালের দিকে ছুটতে থাকা বল এক ডিফেন্ডার স্লাইড করলেও লাভ হয়নি। বল ঠিকই খুঁজে নেয় ঠিকানা।
তবে বিরতির পর ৮৪তম মিনিটে সমতা ফেরায় ভাইয়েকানো। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা পেপ চাভারিয়া কাটব্যাক বাড়ান বক্সে। বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠাণ্ডা মাথার কোনাকুণি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন রাউল দি তমাস।
কিন্তু ৮৯তম মিনিটে দানি সেবাইয়োসের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। পয়েন্ট হারানোর শঙ্কার মেঘ সরে যায় আগের ম্যাচে ভালেন্সিয়ার কাছে হেরে আসা রিয়ালের আকাশ থেকে।
লা লিগায় জয়ে ফেরার পাশাপাশি টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট তাদের। ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ অবশ্য রিয়ালের চেয়ে কম খেলেছে এক ম্যাচ। আগেই শিরোপা জেতা বার্সেলোনার ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট।