advertisementsp
advertisement
advertisement.

হ্যাকিংয়ের শিকার ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট
‘আমার মৃত্যুর খবরটা ঠিক না’

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৩ ১০:৫০ এএম | আপডেট: ২৫ মে ২০২৩ ১০:৫০ এএম
প্রয়াত ম্যারাডোনা। ছবি: সংগৃহীত
advertisement..

আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর মারা গেছেন। তবে চিরনিদ্রায় শায়িত হয়েও যেন শান্তিতে নেই এই তারকা! এবার ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এমনটি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন।

প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে আছে। এ সময়ে সেখান থেকে কয়েকটি পোস্টও করা হয়। তবে ম্যারাডোনার ভক্ত ও অনুসারীরা বিষয়টি টের পাওয়ার পরই ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

advertisement

আরও পড়ুন: ৩৩ বছর পর ইতালির চ্যাম্পিয়ন নাপোলি, স্মৃতিতে ম্যারাডোনা

এই ফেসবুক অ্যাকাউন্টে অনুসারীসংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। যেখানে অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর সেখান থেকে করা প্রথম পোস্টটি ছিল, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’

এরপর ম্যারাডোনার ছেলেরা আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করা পোস্টে হ্যাকিংয়ের খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি, দিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।’

হ্যাকার মজা করেও বেশ কিছু পোস্ট করেন, ‘স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি।’ জাপানের অ্যানিমেশন সিনেমা নিয়েও পোস্ট করা হয়। তবে অ্যাকাউন্টটি কীভাবে হ্যাকিংয়ের শিকার হলো এবং কে বা কারা করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।