দলবদলের রেকর্ড গড়ে ২০১৭ সালে নেইমারকে কিনেছিল পিএসজি। তবে প্রত্যাশা পূরণ না হওয়ায় তাকে ফরাসি ক্লাবটি ছেড়ে দেবে বলে গুঞ্জন রয়েছে। আর পিএসজি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
এছাড়া নেইমারকে কিনতে আগ্রহী প্রিমিয়ার লিগে নতুন শক্তি হিসেবে আবির্ভাবের বার্তা দেওয়া নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি। তবে নেইমারের নিউক্যাসলে যাওয়ার বিষয়টি উড়িয়ে দেন ক্লাবের কোচ এডি হাউ। তিনি জানান, রোনালদো-নেইমারের মতো খেলোয়াড়দের কেনার সামর্থ্য নেই বলে মন্তব্য করেন এই কোচ।
আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন নেইমার
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’জানায়, নেইমারকে কেনার ব্যাপারে পিএসজির সঙ্গে আলাপ শুরু করেছে ইউনাইটেড।
অবশেষে এ নিয়ে কথা বলেছেন রেড ডেভিল কোচ এরিক টেন হাগ। যেখানে নেইমারকে নিয়ে দর-কষাকষির বিষয়টি সরাসরি স্বীকার না করলেও সে দাবি তিনি উড়িয়েও দেননি। আজ চেলসির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে করা প্রশ্নের উত্তরে টেন হাগ বলেছেন, ‘যখন আমাদের কাছে কোনো খবর থাকবে, আমরা আপনাদের জানিয়ে দেব।’