advertisementsp
advertisement
advertisement.

রোনালদোর ভাইয়ের বিরুদ্ধে জার্সি জালিয়াতির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৩ ০২:০৭ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩ ০৪:০৯ পিএম
ভাইয়ের সঙ্গে রোনালদো (ডানে)। ছবি: সংগৃহী
advertisement..

টি-শার্ট জালিয়াতি বিতর্কে সরাসরি জড়িয়ে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভাই হুগো দস সান্তোস আভেইরো। তার বিরুদ্ধে ইতালির সরকারি কৌঁসুলি অফিস কর্তৃক জুভেন্টাসের জাল জার্সির মামলায় আনুষ্ঠানিক ভাবে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। কোরিয়েরে দেল্লো স্পোর্তের বরাতে খবরটি প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, হুগো প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স ছাড়াই রোনালদোর ছবি এবং স্বাক্ষর ব্যবহার করে জুভেন্টাসের টি-শার্ট বিক্রির করায় তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

advertisement

জানা যায়, রোনালদোর ভাই অনুমতি ছাড়াই অনলাইনে জুভেন্টাসের জার্সি বিক্রির ব্যবসা চালাচ্ছিলেন। যেখানে সিআর সেভেনের ছবি ও স্বাক্ষর থাকায় সেই জার্সি বেশ বিক্রি হচ্ছিল। তবে এর জেরেই রীতিমতো বিপাকে পড়ে পেগাসো নামে হুগোর সংস্থা।

বিশ্ব জুড়ে এমন কাণ্ড হয়তো অনেকেই করছেন। আইনি জটিলতাতে পড়লেও সেই সব সংস্থা খবরে আসে না। এ ক্ষেত্রে যেহেতু রোনালদোর ভাই জড়িত, তাই এই বিতর্ক ডালপালা মেলেছে। শুধু জার্সি জালিয়াতি কাণ্ডে যে হুগোর নাম জড়িয়েছে তাই নয়, জড়িয়ে গেছে পর্তুগিজ তারকার নামও।

আরও পড়ুন: সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হবে: রোনালদো

২০১৯ সালে ঘটনা প্রথম নজরে আসে। তখন রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সেই সময়েই দেখা যায় তুরিনের ক্লাবের জার্সি হুগোর সংস্থা পেগাসো অনলাইনে বিক্রি করছে। বিশ্বের যে কোনো বড় ক্লাব তাদের জার্সির পেটেন্ট নিয়ে রাখে। জার্সি বিক্রি করতে গেলে অনুমতি নিতে হয়। কিন্তু জুভেন্টাসের কাছ থেকে কোনো অনুমতিই নেননি রোনালদো ভাই । তার ওপর তিনি ব্যবহার করছিলেন রোনালদোর ছবি ও স্বাক্ষর। এতে তৈরি হয় জটিলতা।

এর আগে হুগোর সংস্থার বিরুদ্ধে ২০১৯ সালেই তদন্ত শুরু হয়। রিপোর্ট অনুযায়ী, জার্সি জালিয়াতি যে হয়েছে, সন্দেহ নেই। তবে কী ব্যবস্থা নেওয়া হবে, ক্ষতিপূরণ দিতে হবে কিনা, তা অবশ্য এখনও জানা হয়নি। কিন্তু ভাইয়ের এমন কাণ্ডে রোনালদো নিজেও কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছেন।

ইতালির ক্লাব থেকে ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। কিন্তু পুরনো ক্লাবে ফেরাটা খুব একটা সুখের হয়নি। সেই ক্লাব ছেড়ে তিনি এখন সৌদি আরবে আল নাসেরের জার্সিতে খেলছেন। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে।