পাকিস্তানের লাহোরের রাস্তায় লাল রঙের বিএমডাব্লিউ স্পোর্টসবাইকে গাড়ি নিয়ে ছুটছেন বাবর আজম। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন পাকিস্তান অধিনায়ক নিজেই। হেলমেট পরেই মোটরসাইকেল চালাচ্ছিলেন বাবর। তবে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখে বাবরের মোটরসাইকেল চালানো মেনে নিতে পারছেন না পাকিস্তান ভক্তরা। নিজেকে বাবর অহেতুক নিরাপত্তাঝুঁকিতে ফেলছেন বলে মনে করেন তারা।
গতকাল বুধবার শেয়ার করা সেই ভিডিওটি শেয়ার দিয়ে একজন লিখেছেন, ‘আগামী ৫ মাসের মধ্যে আমাদের বিশ্বকাপের খেলা আর বাবর এমন বিপজ্জনক কাজ করছেন। দয়া করে তাকে অধিনায়কত্ব থেকে সরাও, দায়িত্বজ্ঞানহীন।’
খালিদ মিজান নামে একজন লিখেছেন, ‘আপনি খুব মূল্যবান (পাকিস্তান দলে) ভাই, দয়া করে মোটরসাইকেল চালাবেন না।’ ফরিদ খান নামে একজন লিখেছেন, ‘দয়া করে বিশ্বকাপ পর্যন্ত আর মোটরসাইকেল (চালাবেন না) নয়। কোনো ঝুঁকি নয় অধিনায়ক।’
এক ভক্ত তো বাবরকে পারলে মোটরসাইকেল থেকে টেনে নামান। টুইটারে ভিডিওটি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘কেউ দয়া করে ববিকে (বাবর) মোটরসাইকেল থেকে নামান।’ বেহরাম কাজি নামের এক ভক্ত বাবরকে শান্ত থাকতে বলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘গতির এই চাহিদাকে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করানো যায় না?’
আরও পড়ুন: পাকিস্তানের যে পেসারে মুগ্ধ আমির
গত বছর মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতের উইকেটকিপার ব্যাটসমান রিশাভ পান্ত। এখনো পর্যন্ত সেই ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি তিনি। চলতি আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এ কারণে খেলতে পারছেন না তিনি।