advertisementsp
advertisement
advertisement.

ইংল্যান্ডের সঙ্গে চুক্তি বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে পারেন রয়

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৩ ০৮:২৪ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩ ০৮:২৪ পিএম
জেসন রয়। ছবি: সংগৃহীত
advertisement..

আগামী ১৩ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এই লিগে খেলার জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি বাতিল করার পরিকল্পনা করছেন ওপেনার জেসন রয়। খবর জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনের।

রয়ের ইংলিশ সতীর্থ পেসার রিস টপলিও একই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছেন। তবে, গত মাসে কাঁধের ইনজুরিতে পরেছেন টপলি। যেটি সেরে না উঠলে তার টুর্নামেন্ট খেলা হয়ে উঠবে না।

advertisement

২০২২-২৩ সালে চুক্তি অনুযায়ী ৬৬ হাজার পাবেন ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড়। এই চুক্তির আওতায় পড়েছেন হ্যারি ব্রুক, ডেভিড মালান, ম্যাথিউ পটস, জেসন রয়, রিস টপলি এবং ডেভিড উইলি। এমএলসিতে খেলা হয়তো এই চুক্তির চেয়ে লাভজনক ভাবছেন রয়-টপলিরা। অক্টোবর থেকে শুরু হয়ে পরের বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই চুক্তি চলে। কোনো খেলোয়াড় যদি চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় তাহলে তার ২০ হাজার পাউন্ড খরচ হবে। অন্যদিকে এমএলসিতে বেতন ৯ লক্ষ ৩০ হাজার পাউন্ড।

আরও পড়ুন: শাস্তির কবলে রয়

আগামী ১৩ জুলাই টেক্সাসের গ্রান্ড প্রাইরি স্টেডিয়ামে শুরু হবে এমএলসি। ভারত ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিবে। এলএ নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে রয়ের।

এরই মধ্যে এমএলসিতে খেলার চুক্তি স্বাক্ষর করেছেন মার্কাস স্টোয়নিস, কুইন্টন ডি কক, ওয়ানিন্দু হাসরাঙ্গা, অ্যানরিচ নর্টজে এবং গ্লেন ফিলিপসের মতো খেলোয়াড়রা। এছাড়া ট্রেন্ট বোল্ট এবং অ্যাডাম জাম্পার মতো খেলোয়াড়রা শীঘ্রই যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।