যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে- তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।
আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তা হলে এটি আপনার দোষ নয়। কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তা হলে সেটি আপনার দোষ। -বিল গেটস