advertisement
advertisement
advertisement.

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি
বিএনপিনেতা চাঁদ গ্রেপ্তার পাঁচ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো
২৬ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ মে ২০২৩ ১২:০৫ এএম
advertisement..

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে আত্মগোপণে থাকা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রাইভেটকারে চড়ে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর ভেড়িপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে ধরা পড়েন তিনি। পরে দুপুরে আদালতে হাজির করা হলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

advertisement

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বেলা সোয়া ১১টার দিকে ভেড়িপাড়া মোড় থেকে আবু সাঈদকে একটি প্রাইভেটকার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির সদর দপ্তরে আনা হয়।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় প্রথমে আবু সাঈদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় গত ১৯ মে রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। ওই দিন রাজশাহীর পুঠিয়ার

কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ অসংখ্য মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়। এর পর থেকেই তিনি গা-ঢাকা দেন। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাই। আমাদের কাছে তথ্য ছিল তিনি আত্মগোপন চলে যাচ্ছেন। তাই আমরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। অবশেষে ভেড়িপাড়ায় পুলিশের চেকপোস্টে ধরা পড়েন তিনি। বিভিন্ন অপরাধে আবু সাঈদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা ছিল। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরীর থানাগুলোতে আরও ছয় থেকে সাতটি মামলা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় বেশ কিছু মামলা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে আবু সাঈদ চাঁদকে বৃহস্পতিবার বিকালে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪-এ হাজিরের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে করা মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম। পরে আদালত থেকে পুলিশ তাকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

জানা যায়, গত ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করা দরকার আমরা করব।’