advertisement
advertisement
advertisement.

কমিটি নিয়ে বিরোধ
নরসিংদীতে গুলিতে নিহত ছাত্রদলনেতা

নরসিংদী প্রতিনিধি
২৬ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ মে ২০২৩ ১২:০৫ এএম
advertisement..

নরসিংদী জেলা ছাত্রদলের দুই গ্রুপের বিরোধের জেরে গতকাল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে আবারও হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ছাত্রদল নেতা। গতকাল বিকাল ৪টায় শহরের চিনিশপুরে এ ঘটনা ঘটে। ঘটনার জন্য ছাত্রদলের বর্তমান কমিটির নেতা এবং পদবঞ্চিত নেতারা পরস্পরকে দায়ী করেছেন। তবে

advertisement

কোন পক্ষের গুলিতে সাদেকুর রহমান নিহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে পুলিশ খোকনের বাসভবন ঘিরে রেখেছে। কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পদবঞ্চিত ছাত্রদল নেতারা জানান, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্যের (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ওই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছে। এর জেরেই খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে।

পদবঞ্চিতদের অভিযোগ, জেলা ছাত্রদলের কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে গতকাল চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করছিলেন তারা। এসময় প্রতিপক্ষের নেতাকর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন পদবঞ্চিত দুই নেতা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২০)। নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহসভাপতি মাইন উদ্দিন ভুইয়া অভিযোগ করেন, খায়রুল কবির খোকনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এই হামলা ও গুলির ঘটনা ঘটেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল গেটে যাওয়ার পর সাদেকের মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করেন জেলা ছাত্রদল সভাপতি নাহিদ। তিনি বলেন, আমি গতকাল দিনভর ঢাকায়। ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নরসিংদীর ২৭ মে জনসভা ভ-ুল করার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য সন্ত্রাসী মাইন উদ্দিনকে ট্রামকার্ড হিসেবে ব্যবহার করে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে।

খায়রুল কবীর খোকন জানান, তিনিও গতকাল দিনভর ঢাকায় দলীয় সভা-সমাবেশে ব্যস্ত সময় কাটান। তার এসব সভা-সমাবেশের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হচ্ছে। মাইন উদ্দিনকে একটি মহল এখন ট্রামকার্ড হিসেবে ব্যবহার করছে। বারবার পুলিশের সহায়তায় সে আমার বাসায় এবং গাড়িবহরে হামলা চালাচ্ছে। অথচ পুলিশ আমার অভিযোগ আমলে না নিলেও তাদের অভিযোগ আমলে নিচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অপর একজনকে আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।