advertisement
advertisement
advertisement.

দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান হলেন অধ্যাপক শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৩ ১২:৩৬ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ১২:৩৬ পিএম
অধ্যাপক কাজী শহীদুল্লাহ্
advertisement..

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদ শেষ হওয়ার দিনই নিয়োগ পেলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

advertisement

তিনি বর্তমান যেসব বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদে একই সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন ১৯৭৩ এর ৪(১)(এ) ও ৪(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: মানসম্মত শিক্ষার বিকল্প নেই : ইউজিসি'র চেয়ারম্যান

উল্লেখ্য, অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসি’র ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক এবং কলা অনুষদের ডিন ছিলেন।

এরআগে, অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্ৰি অর্জন করেন এবং তার গবেষণার বিষয় ছিল ঔপনিবেশিক বাংলায় প্রাথমিক শিক্ষা।