advertisementsp
advertisement
advertisement.

পাড়ার ক্রিকেটে ‘নিষিদ্ধ’ ছিলেন মুম্বাইয়ের আলোচিত পেসার মাধওয়াল

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৩ ১২:৩৬ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ১২:৩৬ পিএম
রোহিত শর্মার সঙ্গে আকাশ মাধওয়াল। ছবি: সংগৃহীত
advertisement..

আইপিএলের এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে বিদায় করে টিকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যার সবচেয়ে বড় নায়ক পেসার আকাশ মাধওয়াল। মাত্র ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে তুমুল আলোচনায় এই বোলার। একসময়ের ইঞ্জিনিয়ার আকাশের উঠে আসার কাহিনী ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেছেন তার ভাই আশিস মাধওয়াল। আকাশের উঠে আসার পেছনে রোহিতের অবদানের কথাও ভোলেননি তিনি।

আশিস বলেছেন, ‘রোহিত ভাইয়ের একটি ব্যাপার হচ্ছে, তিনি খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেন। তিনি তার খেলোয়াড়দের বিশ্বাস করেন এবং তাদের সমর্থন দেন। নতুন একজন খেলোয়াড় দলে তারা থাকা না থাকা নিয়ে সবসময় একটা ভয়ের মধ্যে থাকেন। রোহিত সব ভয় দূর করে দিয়েছে এবং আকাশ তার প্রতিদান দিচ্ছে।’

advertisement

একসময় টেনিস বলে খেলতেন আকাশ। তবে সেসময়ই এলাকার ক্রিকেটে অন্যান্যদের থেকে বেশিই ভালো করছিলেন আকাশ। এমনকি তার বল মোকাবেলা করার ভয়ে তাকে এলাকার টুর্নামেন্টগুলোতে নিষিদ্ধ করা হয়েছিল বলেও জানান আশিস।

আরও পড়ুন: মাধওয়ালের ৫ রানে ৫ উইকেটে লক্ষ্ণৌকে বিদায় করে টিকে রইল মুম্বাই

তিনি বলেন, ‘কেউ তাকে এখানে খেলতে দেয়নি। তার বল সম্পর্কে সবার মধ্যেই ভয় ছিল। তাই এলাকার টুর্নামেন্টগুলোতে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তাই সে রুরকির (উত্তরাখণ্ডের একটি ছোট শহর, আকাশের জন্ম) বাইরে গিয়ে খেলত।’