advertisement
advertisement
advertisement.

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি
২৬ মে ২০২৩ ০১:১৯ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০১:১৯ পিএম
প্রতীকী ছবি
advertisement..

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার আন্দিউড়া চকবাজার রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মো. সাচ্চু মিয়া (৩৫)। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুল ছালেকের ছেলে।

আরও পড়ুন: কবরস্থানের জমি নিয়ে ঝগড়া, থামাতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

advertisement

স্থানীয়রা জানায়, সাচ্চু মিয়া অটোরিকশা নিয়ে মাধবপুরে গ্যাস পাম্পে যাওয়ার জন্য রওনা হয়। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার এলাকায় এলে বিপরীত-দিক (সিলেট মুখী) অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।