advertisement
advertisement
advertisement.

রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৩ ০৩:৩৭ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৫:৪৩ পিএম
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি
advertisement..

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ শুক্রবার জুমার নামাজ শেষে এই মিছিল করা হয়।

ঢাকার জিনজিরায় বিএনপির সমাবেশে হামলা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ ৩০ জনের অধিক নেতাকর্মী আহত করার প্রতিবাদে মিছিলটি করে বিএনপি।

advertisement

রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এর আগে আজ সকালে কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: জিনজিরায় বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় আহত

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগ দলীর নেতাকর্মীদের হামলায় নিপুণ রায়সহ ২০ থেকে ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। নিপুণ রায়কে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করেন।