রাশিয়া এবার ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। গতকাল বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রাশিয়া ইতোমধ্যে বেলারুশে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো নিজেদের পরমাণু অস্ত্র দেশের বাইরে পাঠানো রাশিয়া।
এদিকে, রাশিয়ার এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে যুক্তরাষ্ট্র বলছে, কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবহারে তাদের অবস্থান পরিবর্তনে তাদের কোনো অভিপ্রায় নেই এবং তারা রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো লক্ষণ দেখেনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ১৫ মাস আগে ক্রেমলিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে কৌশলে যুদ্ধ চালাচ্ছে।
তার আগে গত ২৫ মার্চ এক টেলিভিশন সাক্ষাৎকারে ইউক্রেনে পরমাণু হামলা চালানোর পরিকল্পনার কথা জানান পুতিন। তখন তিনি বলেন, ‘পশ্চিমরা সম্মিলিতভাবে আমাদের দেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।’
আরও পড়ুন: