advertisement
advertisement
advertisement.

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাক, শহরে আতঙ্ক

নাটোর প্রতিনিধি
২৬ মে ২০২৩ ০৫:৫৩ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৬:১৬ পিএম
আ.লীগ ও বিএনপি ঘোষিত সমাবেশ স্থল। ছবি: আমাদের সময়
advertisement..

নাটোর শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে আগামীকাল শনিবার সমাবেশের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। ওই সমাবেশস্থলের পাশে মঞ্চ তৈরি করে পাল্টা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারাও।

সমাবেশ করতে দুই দলই অনড় অবস্থান নেওয়ায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

advertisement

জেলা বিএনপির একাধিক নেতা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে আগামীকাল সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু। আওয়ামী লীগ কোথায় কী কর্মসূচি পালন করবে সেটা তাদের বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে পুলিশ। যারা অপরাধ করবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই কাম্য।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘নাটোরে আওয়ামী লীগ অন্তরকোন্দলে ভরা। কেন্দ্রের কাছে নিজেদের ক্ষমতার জানান দিতে তারা বিএনপির কর্মসূচির ওপর বারবার হামলা চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের জেলে ঢুকাচ্ছে। আমরা শনিবারের কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারি, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। তবে আওয়ামী লীগ যদি এখানে সমাবেশ করতে চায়, তাহলে পায়ের ওপর পা তুলে দিয়ে সংঘাত সৃষ্টি করা হবে।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু বলেন, ‘বিএনপির নৈরাজ্য দমন, জনগণের যানমালের নিরাপত্তা বিধান করতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করব। বিএনপি সব সময়ই আমাদের ওপর হামলা চালিয়েছে। ২০০৪ সালে ট্রাফিক মোড়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করেছে। ১ এপ্রিল আলাইপুরে আবারও আমাদের সমাবেশে গুলি চালিয়েছে। আমরা এই নৈরাজ্য হতে দেব না। জনগণ আমাদের সঙ্গে থেকে এই সন্ত্রাসীদের প্রতিহত করবে।’

গত সোমবার বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় সভা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিএনপি কার্যালয়ের সামনে মঞ্চ করে সমাবেশ করার ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সভা করে সমাবেশ করার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও  রিকশা-ভ্যান শ্রমিক লীগ পৃথক ব্যানারে আলাইপুরে বিএনপি কার্যালয়ের একশ গজ পশ্চিম দিকে রিক্রা সমিতির সামনে এ কর্মসূচি পালন করবে বলে দলীয় সূত্র জানিয়েছে। এরপরেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমাবেশকে ঘিরে সংঘর্ষের আশঙ্কা করছে নাটোরের সাধারণ মানুষ। 

এর আগে গত ১ এপ্রিল একই এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নাটোর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।