২ হাজার রুপির নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ জন্য অনেক ভারতীয়ই তাদের হাতে থাকা ২ হাজার রুপির নোট দিয়ে কেনাকাটা করছেন। তবে বিক্রেতারা তা নিতে চাচ্ছেন না। তবে ঠিক উল্টো, ঘটনা ঘটল ভারতের রাজধানী নয়া দিল্লিতে। সেখানকার এক মাংস বিক্রেতা তার দোকানে পোস্টার টানিয়েছেন, ২০০০ রুপির নোট দিন, ২১০০ রুপির মাংস নিন। তার এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই মাংস বিক্রেতার নাম জানা যায়নি। দিল্লির জিবিটি নগর এলাকায় ছোট একটি দোকান রয়েছে তার। দোকানের নাম ‘সরদার মিট শপ’। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মাংস বিক্রেতার হাতে লেখা একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘২০০০ রুপির নোট দিন আর সরদার মিট শপ থেকে ২১০০ রুপির মাংস নিয়ে যান।’
২০০০ রুপির নোট নিয়ে রাজধানীর মাংস বিক্রেতার অভিনব বাণিজ্য কৌশল দেখে চমকে গিয়েছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। মাংসের দোকানের বিজ্ঞাপনের ওই ছবির সঙ্গে মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তারা।
আরও পড়ুন: এবার ২ হাজার রুপির নোট তুলে নিচ্ছে ভারত
একজন লিখেছেন, ‘ব্যবসায়িক বুদ্ধি হলো সুযোগ কাজে লাগানো।’ আরেকজন লিখেছেন, ‘বিজ্ঞাপনের দারুণ কৌশল।’ অপর আরেকজন লেখেন, ‘যদি আপনি মনে করেন রিজার্ভ ব্যাংক বেশি বুদ্ধিমান, তবে মাথায় রাখবেন তাদের চেয়েও বেশি বুদ্ধিমান এই দেশে রয়েছেন।’
দুই দিন আগে উত্তরপ্রদেশে এক যুবকের স্কুটিতে তেল ভরেও তা ঢেলে রেখেছেন পাম্পকর্মী। এর কারণ, ওই যুবক তেলের দাম পরিশোধ করতে ২ হাজার রুপির নোট দিয়েছিলেন।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে গিয়ে ২ হাজার রুপির নোট বদলের সময় দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এরপর থেকে ২ হাজার রুপির নোট অচল বলে বিবেচিত হবে।
আরও পড়ুন: নোট প্রত্যাহারের কী রহস্য