advertisement
advertisement
advertisement.

মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন মেয়র টিটু

নিজেস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
২৬ মে ২০২৩ ০৮:১১ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৮:২৯ পিএম
ময়মনসিংহে বৃৃক্ষ মেলার উদ্বোধন। ছবি: আমাদের সময়
advertisement..

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে মাসব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

মেলার ২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় এবং সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা পাওয়া যাচ্ছে।  মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে।

advertisement

উদ্বোধনকালে মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ রোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতি বছরই ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এছাড়া এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হয়, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় বৃক্ষ রোপণ করছে। এ মেলা সকল উদ্যোগকে আরও বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।