রেলমন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, মানবতার কল্যাণে সমাজের সামর্থবান ব্যক্তিরা এগিয়ে আসলে সমাজের উন্নয়ন ও মানুষের মঙ্গল সাধিত হবে।
আজ শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলার বোদা পৌরসভা এলাকার সাতখামারে খোলাফায়ে রাশেদা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফুরফুরা শরীফের খলিফা মাওলানা মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো.মজাহারুল হক প্রধান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো.মোস্তাফিজুর রহমান মোস্তফা,পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, বোদা পৌর মেয়র আজাহার আলী, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান সুজা, নাঈমুজ্জামান মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী ডা.পুরুষোত্তম কুমার আগারওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী মো.খাদেমুল ইসলাম।
আলোচনা সভা শেষে অতিথিরা হযরত আবু বক্কর (রা.) জামে মসজিদ, হযরত উমর (রা.) হাফিজিয়া মাদ্রাসা, হযরত ওসমান (রা.) বয়স্কা-বয়স্ক নিকেতন ও হযরত আলী (রা.) বয়স্ক-বয়স্কা কানন ও লাইব্রেরি খোলাফায়ে রাশেদা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উল্লেখ্য, বোদা পৌরসভা এলাকার সাতখামার গ্রামের বাসিন্দা প্রামাণিক পরিবারের উদ্যোগে সাতখামার এলাকায় ওই পরিবারের ১২ বিঘা জমিতে প্রামানিক পরিবারটি খোলাফায়ে রাশেদা কমপ্লেক্স নির্মাণের এই মহোতি উদ্যোগে গ্রহণ করেন।