advertisement
advertisement
advertisement.

সড়কে বাবা-ছেলে ও ভাইবোনসহ নিহত ৬

আমাদের সময় ডেস্ক
২৭ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ মে ২০২৩ ১১:৫২ পিএম
advertisement..

সড়কে গতকাল বাবা-ছেলে ও ভাইবোনসহ ৬ জনের প্রাণ ঝরেছে। এর মধ্যে গাজীপুরে বাবা-ছেলে ও কুমিল্লার দাউদকান্দিতে ভাইবোন নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর-

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি উপজেলার আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সহোদর ভাইবোন নিহত হন। দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন গুরুতর আহত হন। গতকাল দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কের শেখবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেনÑ উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে

advertisement

আল আমিন এবং তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম।

গাজীপুর : গাজীপুুর মহানগরের পুবাইল থানার তেলের লরির চাপায় বাবা ও ছেলে নিহত হন। গতকাল বেলা সাড়ে ৩টায় মিরের বাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ তেলের লরি আটক করেছে পুলিশ। নিহতরা হলেনÑ বাবা মো. জলিল হোসেন ও ছেলে মো. শহীদ। তারা শেরপুরের শ্রীবর্দী উপজেলার জালকাটা গ্রামের বাসিন্দা। গাজীপুরের পুবাইল এলাকার আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন।

মাধবপুর (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজিচালকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গতকাল ভোরে উপজেলার আন্দিউড়া চকবাজার রাস্তার মুখে। নিহতের নাম মো. সাচ্চু মিয়া। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আবদুল ছালেকের ছেলে।

রাজবাড়ী : বালিয়াকান্দিতে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে সাব্বির নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গতকাল বিকাল সাড়ে ৩টায় উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। একই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ আহত হন।