কাদা উৎসব : রোগবালাই থেকে রেহাই পেতে ব্রাজিলের রেড ইন্ডিয়ানরা গায়ে কাদা মাখত। তারা এটিকে রীতিমতো সেই কাদা সারা শরীরে নিয়ে সারাদিন রোদে বসে থাকত। তাদের বিশ্বাস ছিল, কাদা মাখার ফলে কোনো রোগবালাই তাদের শরীরে বাসা বাঁধবে না। সেই ধারণা থেকে ১৯৮৬ সালের দিকে ব্রাজিলের প্যারোটি শহরে ছোট পরিসরে এ উৎসবের আয়োজন করা হয়। কিন্তু সেই উৎসব এখন ব্রাজিলের হাজারো মানুষের সর্বজনীন উৎসবে পরিগণিত হয়েছে।