advertisement
advertisement
advertisement.

বিএনপির ঘুম হারাম মার্কিন ভিসানীতিতে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৭ মে ২০২৩ ১২:২২ এএম
advertisement..

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে নতুন ভিসা পলিসি। গতকাল শুক্রবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

advertisement

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি, সাংগঠনিক

সম্পাদক মির্জা আজম।

সমাবেশে মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আমরা বাধা দেব কেন? আমাদের দেখা দরকার কারা নির্বাচনে বাধা দিচ্ছে। যারা নির্বাচন চায় না, তত্ত্বাবধায়ক চায়। তত্ত্বাবধায়ক হবে না। কোনো বিদেশি বন্ধু একবারও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কাউকে বলেনি। যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে এ ভিসানীতি কার্যকর হয় কিনা সেটা দেখার বিষয়।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে ভোট নিয়ে বিএনপির মিথ্যাচার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘আগামীতে আরও চারটি সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচন একইভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের একটি মহল দিন-রাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়। তারা শেখ হাসিনাকে

হত্যার হুমকি দেয়। শেখ হাসিনা সহ্য করতে বলেছেন। এই প্রধানমন্ত্রীকে যখন মির্জা ফখরুলরা হত্যার হুমকি দেন, বাংলাদেশের মানুষ কষ্ট পায়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকবে।’