রাজধানীর ডেমরায় ১৪ বছরের এক নবম শ্রেণির ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের মা গত বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী ও তার সহযোগীদেরসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
অভিযুক্ত আসামিরা হলেন- ডেমরা রাজাখালী এলাকার অজ্ঞাত পরিচয়ের মো. ইমন (২৬), একই এলাকার বাহাদুরের ছেলে মো. হামীম (২৫) , অজ্ঞাত পরিচয়ের মেহেদী (২৬) ও আতাউর (২৪)।
জানা যায়, অপহৃত কিশোরী ডেমরার আমুলিয়াস্থ একটি স্কুলে পড়াশোনা করত। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ইমন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত।
মেয়েটি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ইমন তার ওপর ক্ষিপ্ত হয়। ???পূর্ব পরিকল্পিতভাবে ইমন তার সহযোগীদের নিয়ে গত ২২ মে সকাল ১১টার দিকে প্রাইভেট পড়তে স্কুলের দিকে যাওয়ার সময় আমুলিয়াস্থ মডেল টাউনের ভেতর থেকে মেয়েটিকে অপহরণ করে। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকলেও শিগগিরই মেয়েটিকে উদ্ধার করা হবে। সেই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।