advertisement
advertisement
advertisement.

রাজধানীতে নকল প্রসাধনী বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৭ মে ২০২৩ ০২:১৩ এএম
advertisement..

রাজধানীর খিলগাঁওয়ে ল্যাভেন্ডার নামে একটি প্রতিষ্ঠানকে গতকাল আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ‘লিরা ইমপোর্টস’-এর স্টিকার নকল করে ৩৩ ধরনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রসাধনীসামগ্রী বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। জানা যায়, এর আগে ২২ মে ভোক্তা অধিদপ্তর ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। লিরা ইমপোর্টসের স্টিকার নকল করে অবৈধভাবে প্রসাধানী বিক্রি করায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে নিয়মিত শুনানি, প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা জালিয়াতি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ভবিষ্যতে এ রকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

advertisement

এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার ল্যাভেন্ডারকে আড়াই লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি শর্তসাপেক্ষে সাময়িকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়।