advertisement
advertisement
advertisement.

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
আসামি বিএনপির ৪৫ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৭ মে ২০২৩ ০২:১৩ এএম
advertisement..

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে ককটেল বিস্ফোরণে বিএনপির ৪০-৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫০নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেনসহ (৩৫) পাঁচজন আহত হন। সম্রাট ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

advertisement

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ জানান, শুক্রবার ওই এলাকায় বিএনপির একটি কর্মসূচি হওয়া কথা ছিল। কর্মসূচিতে যাতে বিএনপি কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য আমরা শহীদ ফারুক রোডে এমপি আলহাজ কাজী মনিরুল ইসলাম মনুর অফিসে একটি সভা করি। মিটিং শেষে সম্রাট বের হন বাসায় যাওয়ার জন্য। এমন সময় কার্যালয় সংলগ্ন লাজফার্মার সামনে হঠাৎ ৪টি ককটেল বিস্ফোরণ হয়। এতে সম্রাটসহ ৫ জন আহত হন। ঘটনাটি বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছেন। যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম জানান, রাতে শহীদ ফারুক সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে ভীতি সৃষ্টি করতে বিএনপি এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় বিএনপির ৪০-৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।